মহালছড়ি প্রতিনিধি ।। মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার থেকে আজ বুধবার (১৫ আগস্ট ২০১৮) সকালে তিন গ্রামবাসীকে অপহরণ করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, গঙ্গামাছড়া গ্রামের বাসিন্দা রুপায়ন চাকমা (৪০), পিতা- রাঙাধন চাকমা, ইন্দু কুমার চাকমা(৩৫), পিতা- মৃত. সম্ভু চাকমা ও কমল চাকমা(৩০), পিতা- সুধাপ্রিয় চাকমা।
আজ মাইসছড়ি বাজারে হাটবার হওয়ায় উক্ত তিন গ্রামবাসী মালামাল কেনা-বেচা করতে বাজারে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কলেন চাকমার নেতৃত্বে ৪-৫ জন সংস্কারবাদী সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
জানা গেছে সংস্কারবাদীরা তথাকথিত “গণবাজেট” নাম দিয়ে গঙ্গামাছড়া গ্রাম থেকে প্রতি পরিবারের ১ হাজার টাকা হিসেবে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু গ্রামবাসীরা ধার্য্যকৃত চাঁদা দিতে না পারায় উক্ত গ্রামবাসীদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপহরণের পর সন্ত্রাসীরা তাদেরকে দাঁতকুপ্যা এলাকার দিকে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সকাল সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়নি।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।