খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকা থেকে বিজিবি কর্তৃক আটক গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা(২০) ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য অমল ত্রিপুরা (১৮) আজ ১৬ জুলাই মঙ্গলবার খাগড়াছড়ি জেলা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।খাগড়াছড়ি জেলা আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতারুল ইসলাম মল্লিক তাদের জামিন মঞ্জর করলে বিকাল ৪:৪৫ টায় তারা জেল থেকে মুক্তি পান। এ্যাডভোকেট জ্ঞান চাকমা তাদের মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৮ জুন গোমতি এলাকায় সাংগঠনিক কাজে গেলে তাইপা এলাকা থেকে পলাশপুর জোনের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকের পর তাদের হাতে একটি ভাঙাচোরা বন্দুক সদৃশ বস্তু গুজে দিয়ে মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের পর মিথ্যা অস্ত্র মামলা দিয়ে তাদেরকে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়। দীর্ঘ এক মাসের অধিক কারাভোগের পর তারা জামিনে মুক্তি পেলেন।