খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী পাড়ায় নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রীকে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত মো: আলমগীর ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।ওই স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার সাপমারা এলাকার ডলুছড়ি গ্রামে। সে উপজেলা সদরের মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। পড়াশুনার সুবিধার্থে সে কয়েকজন বান্ধবীর সাথে চৌধুরী পাড়ায় ভাড়া বাসাতে থাকে।
জানা যায়, বিদ্যালয়ে পরীক্ষা দেয়ার পর বাসায় ফিরে এসে ওই স্কুল ছাত্রী পাশের নলকুপে গোসল করতে যায়। তার সাথে অপর এক বান্ধবীও ছিল। এ সময় আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচিত চৌধুরী পাড়ার মো: আলমগীর গোসলরত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে ঝাপটে ধরে পিঠে কামড় দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে সঙ্গে থাকা তার বান্ধবীর ডাকাডাকিতে আশে-পাশের কয়েকজন লোক ছুটে এলে কোন রকমে স্কুল ছাত্রীটির ইজ্জত রক্ষা পায়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে ধর্ষণের অপমান সইতে না পেরে মাটিরাঙ্গা উপজেলা সদরে নমিতা ত্রিপুরা নামে এক নারী আত্মহত্যার পথ বেছে নেয়। এর রেশ কাটতে না কাটতে আবারো এ ধরনের ঘটনা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।