খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এক পাহাড়ি নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে । তার নাম নমিতা ত্রিপুরা(২০) পিতা- মৃত সকেন্দ্র ত্রিপুরা, গ্রাম- রাম দয়াল কার্বারী পাড়া। সে মাটিরাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন কান্তি ত্রিপুরার বাড়িতে গৃহ শ্রমিকের কাজ করতো। গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে মাটিরাঙ্গা উপজেলা সদরের জগন্নাথ মন্দির পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের মাতব্বর পাড়ার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর ইসলাম রিপন(২৬) মিলনকান্তি ত্রিপুরার বাড়িতে গিয়ে চুপিসারে তার গৃহ শ্রমিক নমিতা ত্রিপুরার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ ঘটনা টের পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে মিলন কান্তি ত্রিপুরা ও তার স্ত্রী ঘুম থেকে জেগে নমিতা ত্রিপুরার রুমে গেলে হাফিজুর ইসলাম পালানোর চেষ্টা করে। পরে মিলনকান্তি ত্রিপুরা তাকে ধরে ফেলতে সক্ষম হন। এ সময় লোকলজ্জার ভয়ে নমিতা ত্রিপুরা তার রুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশ হাফিজুর ইসলাম রিপনকে আটক করেছে বলে জানা গেছে।
এদিকে, আজ শনিবার সকালে মিলন কান্তি ত্রিপুরা মাটিরাঙ্গা থানায় গিয়ে হাফিজুর ইসলামের বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ প্রথমে মামলা গ্রহণে গড়িমসি করে। পরে অবশ্য পুলিশ মামলা গ্রহণ করেছে বলে মিলন কান্তি ত্রিপুরা জানিয়েছেন।
পুলিশ নমিতা ত্রিপুরার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।