খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারের পাশ্ববর্তী অনিল হেডম্যানের বাড়ি থেকে আজ ১৫ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পলাশপুর জোনের বিজিবি সদস্যরা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা ও দিঘীনালা থানা কমিটির সদস্য চম্পা চাকমাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে। এ সময় বিজিবি সদস্যরা অনিল হেডম্যানকেও তাদের সাথে থানায় নিয়ে গেছে।
আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার গণতান্ত্রিক যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গোমতি বাজারে প্রতিবাদ সমাবেশ প্রস্তুতির জন্য মাদ্রী চাকমা ও চম্পা চাকমা গতকাল খাগড়াছড়ি থেকে গোমতিতে সাংগঠনিক কাজে গিয়েছিলেন। সাংগঠনিক কাজের সুবিধার্থে তারা অনিল হেডম্যানের বাড়িতে অবস্থান করছিলেন।
আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার গণতান্ত্রিক যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গোমতি বাজারে প্রতিবাদ সমাবেশ প্রস্তুতির জন্য মাদ্রী চাকমা ও চম্পা চাকমা গতকাল খাগড়াছড়ি থেকে গোমতিতে সাংগঠনিক কাজে গিয়েছিলেন। সাংগঠনিক কাজের সুবিধার্থে তারা অনিল হেডম্যানের বাড়িতে অবস্থান করছিলেন।
বিজিবি পলাশপুর জোনের নায়েব রফিকের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অনিল হেডম্যানের বাড়িতে গিয়ে হিল উইমেন্স ফেডারেশনের উক্ত দুই নেতা-কর্মী সহ অনিল হেডম্যানকে আটক করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা)তাদের ছেড়ে দেয়া হয়নি।
হিল উইমেন্স ফেডারেশন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মক্তির দাবি করেছেন।