মাটিরাঙ্গায় পিসিপি’র আলোচনা সভায় ছাত্রলীগের বাধার নিন্দা

0

খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে উমেশ চাকমা ও বিপুল চাকমা আজ ২২ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর আলোচনা সভায় ছাত্র লীগ কর্মীদের বাধার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
বিবৃতিতে তারা বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা কলেজ শাখা কলেজ হলরুমে মাসিক সাধারণ সভার আয়োজন করেসভায় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমাও উপস্থিত ছিলেনসভা চলাকালে সাইফুল ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্র্মী সভাস্থলে উপস্থিত হয়ে মস্তানি কায়দায় সভা করতে বাধা প্রদান করেএ সময় তারা তাদের (ছাত্রলীগের) অনুমতি ছাড়া কোন সভা করা যাবে না বলে জানিয়ে দেয়
বিবৃতিতে নেতৃদ্বয় ছাত্রলীগের এ ধরনের আচরণকে অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সভা-সমাবেশ, মিছিল মিটিং করার অধিকার সবার রয়েছেকিন্তু ছাত্র লীগ গণতান্ত্রিক অধিকারকে সম্পুর্ণ ভুলুণ্ঠিত করে সভা করতে বাধা দিয়েছেযার মাধমে গোটা দেশে ছাত্র লীগ যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তারই বহিঃপ্রকাশ ঘটছে
বিবৃতিতে তারা এ ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করে গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ছাত্র লীগের প্রতি আহ্বান জানানতারা সভায় বাধা প্রদানকারী ছাত্র লীগ কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More