খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা : খাগড়াছড়ি : মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের টাকার মনি পাড়া থেকে সেটলার হামলার পর ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া ৪০ পরিবার পাহাড়ি ১৬ দিন পর গত ৪ জুলাই নিজ গ্রামে ফিরে গেছেন বলে জানা গেছে। গত ১৮ জুন সেটলার হামলার পর তারা প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন।গ্রামে ফিরে যাওয়া গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ১৬ দিন ধরে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করলেও প্রশাসন তাদের কোন সহযোগিতা প্রদান করেনি। যার ফলে তারা বাঁচার তাগিদে ভয়-ভীতি উপেক্ষা করে আবারো গ্রামে ফিরে গেছেন।
তারা জানান, গ্রামে ফিরে আসলেও তাদের আশঙ্কা দূর হয়নি। কখন সেটলাররা আবারো হামলা চালায় তা নিয়ে তারা সব সময় আশঙ্কার মধ্যে রয়েছেন। তাই, তারা যাতে নিরাপদে গ্রামে অবস্থান করতে পারেন সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুন ‘রাত আনুমানিক দেড়টার দিকে গোমতি বাজারের পাশ্ববর্তী বান্দরছড়া থেকে ১৫০-২০০ জন সেটলার টাকার মনি পাড়ায় হামলা চালায়। এ সময় পাহাড়িরা ভয়ে ঘরবাড়ি ও গ্রাম ছেড়ে যে যেভাবে পারি জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।