মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ইউনিয়নের কুমারী এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে উমং মারমা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ৫ জুলাই শুক্রবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।নিহত উমং মারমা সেনাবাহিনী ও সন্তু লারমার মদদপুষ্ট স্থানীয় সন্ত্রাসী গ্রুপ বোরকা বাহিনীর স্থানীয় পর্যায়ের একজন নেতা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, দপুর দেড়টার দিকে স্থানীয় একটি ইটভাটা সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ৩/৪ জন মুখোশ পরা লোক খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এলাকাবাসী জানায়, বোরকা বাহিনী নামধারী এ সন্ত্রাসী গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। নিহত উমং মারমা এ গ্রুপের স্থানীয় পর্যায়ের একজন নেতা হিসেবে এলাকার জনগণের উপর নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছিলেন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে নিজেদের আন্তঃকোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
পুলিশ লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।