পানছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আজ ১৮ নভেম্বর সোমবার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।কলেজ গেট এলাকা থেকে দুপুর ১২টায় মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনালে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে পিসিপি’র পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক রূপায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সহ সভাপতি চন্দ্রদেব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা, পিসিপি’র পানছড়ি থানা শাখার সদস্য সুনীল ত্রিপুরা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পিসিপি’র পানছড়ি কলেজ কমিটিরর সভাপতি রিটন চাকমা।
বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে পিসিপি ও ইউপিডিএফ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এটা কিছুতেই মেনে নেয়া হবে না।বক্তারা অবিলম্বে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করা না হলে আবারো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারের উদ্দেশ্যে হুশিঁয়ারী দেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর খাগড়াছড়িতে পিসিপি’র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে পুলিশ খাগড়াছড়ি সদর থানা সহ বিভিন্ন থানায় ইউপিডিএফ ও পিসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করে।