রমেল চাকমা’র স্মরণে চট্টগ্রামে তিন সংগঠনের প্রদীপ প্রজ্জ্বলন

0

ctgcandlelightvigil

চট্টগ্রাম: “অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন কর, নান্যাচর জোন কমান্ডার বাহালুল আলম ও মেজর তানভীরসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাও”এই এই দাবিতে তিন পাহাড়ি গণ সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময়ে সেনা হেফাজতে নির্যাতনের পর মৃত্যু শিকার রমেল চাকমা’র স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এই কর্মসূচী পালন করেছে।

উক্ত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচীতে গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি উচিংশৈ চাক(শুভ) সভাপতিত্বে ও নগর পিসিপির সাধারণ সম্পাদক জিকো চাকমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম অঞ্চল (পূর্ব-৩) সাধারণ সম্পাদক, আমীর আব্বাস, হিল উইমেন্স ফেডারেশন’র কেন্দ্রীয় সহ-সভাপতি মিনাকি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা প্রমুখ।

পিসিপির কেন্দ্রীয় নেতা সুনয়ন চাকমা বলেন, “কিছু কিছু পত্রিকা ও ভূঁইফোড় সাংবাদিক শহীদ রমেল চাকমা হত্যাকারীদের রক্ষার জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সত্য ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে উঠেপড়ে লেগেছে, যা অত্যন্ত নিন্দনীয়। একজন সুস্হ মস্তিষ্ক মানবিকবোধ ব্যক্তি কখনো এ ধরনের বিচারবর্হিভূত হত্যাকান্ডকে সমর্থন করতে পারেনা।তাই অভিযুক্তদের আইনের আওতায় এনে সুস্থ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।”

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মিনাকি চাকমা বলেন, “কল্পনা চাকমাকে সেনা অফিসার লে:ফেরদৌস ও তার দোসররা অপরহরন করেছে এবং সোহাগী জাহান তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর ধর্ষণের পর হত্যা করেছে!!!এই দুটি ঘটনা খুবই স্পর্শকাতর। কিন্তু কোনটিরও আজ পর্যন্ত সুবিচার হয়নি। এই দুটি ঘটনার বিচার না হওয়ায় কারণে সেনারা এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে নির্যাতনের পর হত্যা করার সাহস পেয়েছে। সেটাও বিচার হবে কিনা সন্দেহ যথেষ্ট সন্দেহ রয়েছে। সেনাবাহিনী কর্তৃক অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অবসান ঘটানোর দাবি জানান তিনি।

বক্তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে রমেল চাকমা’র হত্যাকারী নান্যাচর জোন কমান্ডার বাহালুল আলম ও মেজর তানভীরসহ জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রদানসহ পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য,গত ৫ এপ্রিল এইচএসসি পরীক্ষার্থী ও নান্যাচর শাখা পিসিপির সাধারণ সম্পাদক রমেল চাকমাকে সেনাবাহিনী কর্তৃক আটক ও নির্যাতনের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মৃত্যু হয়।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More