রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির শহরের কল্যাণপুরস্থ একটি পেট্রোল পাম্পের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকাল ৩:৪৫টার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেএসএস সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ফেরার পথে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বোমাবিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটেছে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।
ইউনাইটেডপিপল্সডেমোক্রেটিকফ্রন্ট(ইউপিডএফ)-এর রাঙামাটি জেলাই উনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে উক্ত ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দেয়ার লক্ষ্যে তৃতীয় কোন পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিবৃতিতে তিনিএও আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্তু লারমা যেভাবে প্রতিনিয়ত ইউপিডিএফ নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছেন, নিজের দাবির সপক্ষে অজুহাত সৃষ্টির মতলবে এটি দুরভিসন্ধিমূলক কাজ হওয়াও অমূলক নয়।
তিনি ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।