রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন স্থগিতের দাবিতে গুইমারায় পিসিপি’র বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
Guimara protestগুইমারা: রাঙামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিতের দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর গুইমারা ও মাটিরাঙ্গা থানা শাখা।

শনিবার বেলা আড়াইটায় গুইমারা টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা বাজার প্রদক্ষিণ করে প্র্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিসিপি’র মাটিরাঙ্গা থানা শাখার অর্থ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় এবং মাটিরাঙ্গা থানা শাখার সভাপাতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, গুইমারা থানা শাখার সদস্য সমর জ্যোতি চাকমা ও রামগড় কলেজ শাখার সদস্য ভবেশ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে স্কুল কলেজের গুনগত মান না বাড়িয়ে, পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রকৃত রাজনৈতিক সমাধান না করে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা করা হলেও এখানে শিক্ষার পরিবেশের যেমনি উন্নতি ঘটবে না, তেমনি পাহাড়িদের জন্য তা কখনো সুফল বয়ে আনবে না।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্রগ্রামে উন্নয়নের নামে বার বার পাহাড়িদের প্রতারিত করা হয়েছে। উন্নয়নে কথা বলে কাপ্তাই বাধ দেয়া হলেও লক্ষাধিক পাহাড়িকে নিজ ভূমি থেকে চিরতরে উচ্ছেদ হতে হয়েছে। তলিয়ে গেছে ৫৪ হাজার একর চাষযোগ্য জমি। কাজেই, উন্নয়নের নামে আমরা আর প্রতারিত হতে চাই না।

সমাবেশ থেকে বক্তারা পর্বত্য চট্টগ্রামে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম স্থগিত রাখার জোর দাবি জানান।

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে মিছিলটি আবারো টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
—————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More