রাজস্থলীতে মংক্য মারমার হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সন্তু লারমা সমর্থিত পিসিপি কর্মী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম

Arrest2রাজস্থলী(রাঙামাটি): রাঙামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মংক্য মারমা হত্যাকান্ডের সাথে জড়িতত থাকার অভিযোগে অংসিংনু মারমা(২৪) নামে জনসংহতি সমিতি(সন্তু) সমর্থিত পিসিপি’র এক কর্মীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।গতকাল সোমবার রাতে কাঁকড়াছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় সোমবার চন্দ্রঘোনা থানায় নিহত মংক্য মারমার জ্যেষ্ঠপুত্র উসাই মং মারমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় ৪/৫ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে আসামী করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানিয়েছেন, নিহতের পুত্রের দায়ের করা মামলায় অংসিনু মারমা নামে ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, সে পিসিপি কর্মী। বাকীদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, মামলার তদন্ত ও আসামীদের গ্রেফতারের স্বার্থে নামগুলো জানানো যাচ্ছে না।

উল্লেখ্য, গত রবিবার(২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে রাজস্থলীর কাঁকড়াছড়ি গ্রামের নিজ বাড়িতে মংক্য মারমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য জেএসএস সন্তু গ্রুপকেই দায়ী করেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More