খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন নাকাপা মৌজার পাতাছড়া ইউনিয়নের থৈইমং কার্বারী পাড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় সেটলার বাঙালীরা পাহাড়ীদের ভোগদখলীয় আনুমানিক ১৫০ একর জায়গা বেদখলের চেষ্টা চালাচ্ছে। গতকাল ২৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে থলিবাড়ি থেকে আলমগীর চেয়ারম্যান, ইদ্রিস লিডার ও রফিক মেম্বারের নেতৃত্বে ৪০/৪৫ জনের একদল সেটলার উক্ত জায়গায় গিয়ে জঙ্গল কাটা শুরু করে দেয়। পাহাড়িরা বাধা দেয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর পাতা ছড়া আর্মি ক্যাম্প থেকে একদল সেনা গিয়ে সেটলারদের প্রত্যক্ষ সহযোগিতা দেয়। ফলে পাহাড়িরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাতাছড়া ক্যাম্পের সেনারা সেটলারদের সাথে নিয়ে আবারো উক্ত জায়গায় গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা পাহাড়িদেরকেউক্ত জায়গায় জঙ্গল কাটতে নিষেধ করে এবং বৈধ কাগজপত্র নিয়ে পাতা ছড়া ক্যাম্পে যেতে বলে।নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জায়গায় জঙ্গল না কাটার জন্য সেনারা নির্দেশ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১ টা) সেনাবাহিনী ও সেটলাররা উক্ত জায়গা থেকে কিছু দুরে অবস্থান করছে বলে সূত্র জানিয়েছে। যে কোন সময় সেটলাররা সেখানে সামপ্রদায়িক দাঙ্গা সংঘটিত করতে পারে বলে স্থানীয় পাহাড়িরা আশঙ্কা প্রকাশ করছেন।