খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতা ছড়া ইউনিয়নের কালাপানি গ্রামের ১২ বছরের এক পাহাড়ি কিশোরী বাঙালি কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছে বলে জানা গেছে। গতকাল ৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ঐ কিশোরী তার মায়ের সাথে ফটিকছড়ির দাঁতমারা বাজারে যায়। বাজার থেকে দুপুর ১টার দিকে সে তার মাকে বাজারে রেখে এসে একাই একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিল। ফেরার পথে বালুখালী নাসিয়া চা বাগানের নির্জন স্থানে এসে পৌঁছলে দাঁতমারা এলাকার চাঁদ মিয়ার ছেলে মোটর সাইকেল চালক মো: আলমগীর(২৫) তাকে মুখ চেপে ধরে জঙ্গলে টেনে নেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় খালেক নামে দাঁতমারা থেকে এক বাঁশ ব্যবসায়ী ও শাহজাহান নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে দেখে ঐ কিশোরী চিৎকার দিলে মো: আলমগীর পালিয়ে যায়। পরে তারা ঐ কিশোরীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং কিশোরীকে ধর্ষণ প্রচেষ্টার সাথে জড়িত মো: আলমগীরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বাঙালি কর্তৃক পাহাড়ি নারী ও শিশুদের উপর যৌন নিপীড়ন দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৮ জন নারী ধর্ষণ এবং ৫ জন নারী ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। এর মধ্যে ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।