রামগড়ে সেটলার হামলার আপডেট খবর-৩

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
এক দল সেটলার গুইমারা বাজারে আইডিএফ নামে একটি এনজিওর কর্মচারী পলেন চাকমা (২৩) ও তার বন্ধু জয়ন্ত চাকমাকে ধরে মারধর করে। পরে জয়ন্ত চাকমা কোন রকমে পালিয়ে যেতে সম হলেও পলেন চাকমাকে সেটলাররা গুম করেছে বলে ধারণা করা হচ্ছে৷ পলেন চাকমার পিতার নাম মিলন কান্তি চাকমা, গ্রাম নুয়্যপাড়া, দীঘিনালা। তবে জয়ন্ত চাকমা জানায় মারধরের কিছুণ পর সম্ভবত পলেন চাকমা কিছুদূর পালাতে সম হলেও পরে আবার ধরা পড়ে৷ কারণ পলেন চাকমা তাকে এসএমএস পাঠিয়ে জানায় যে সে মসজিদের কাছে আছে৷ পরে সেখানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে গুম করা হয়েছে।

অপর এক ঘটনায় সেটলাররা জালিয়াপাড়ায় চট্টগ্রাম থেকে ২:৩০টায় খাগড়াছড়ির দিকে রওনা দেয়া শান্তি পরিবহনের একটি বাস আটকায়। গাড়িতে এ সময় দীঘিনালার কবাখালি গ্রামের সোনামুনি চাকমা (২৫) পীং সুন্দর কুমার চাকমা ও তার স্ত্রী চিত্রা চাকমাসহ ৭/৮ জন পাহাড়ি যাত্রী ছিল৷ চিত্রা চাকমা কেঁদে কেঁদে ফোন করে দীঘিনালায় তার আত্মীয়দের জানায় যে তাদেরকে মারধর করা হচ্ছে৷ এর পর পরই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। স্বামী স্ত্রীসহ ওই গাড়িতে থাকা পাহাড়ি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যাচ্ছে না।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More