সিএইচটি নিউজ ডটকম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার বরইতলী গ্রামে সেনাবাহিনী ৩টি বাড়িতে তল্লাশি ও দুই গ্রামবাসীকে রশি দিয়ে বেঁধে মানসিক নির্যাতন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, সোমবার (২৬ অক্টোবর) ভোররাত আনুমানক ৩টার সময় সিন্দুকছড়ি জোন থেকে ৪০-৫০ জনের একদল সেনা সদস্য বরইতলী গ্রামে হানা দেয়। সেনারা গ্রামের বাসিন্দা উষা মারমা (৪৭), পিতা-মশি মারমা, মোহন ত্রিপুরা (৩৫), পিতা- কাজ ত্রিপুরা ও রিপ্রুচাই মারমা (৪৫), পিতা- মৃত মংসাজাই মারমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়। পরে সেনারা মোহন ত্রিপুরা ও রিপ্রুচাই মারমাকে বাড়ির বাইরে বের করে রশি দিয়ে বেঁধে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে মানসিক নির্যাতন চালায়। তবে শারিরীক নির্যাতন করেনি।
সেখানে বেশ কিছু সময় পর্যন্ত অবস্থান করার পর অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা মোহন ও রিপ্রুচাইকে ছেড়ে দিয়ে ক্যাম্পে ফিরে যায়।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।