রুইখই মারমার হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান ইউপিডিএফ’র

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক কালোপ্রিয় চাকমা আজ বুধবার ২ ফেব্রুয়ারী এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা রুইখই মারমার হত্যাকারী অনিল চাকমা ওরফে খেলারাম ও তার সন্ত্রাসী বাহিনীকে আশ্রয়-প্রশ্রয় না দেয়ার জন্য লক্ষ্মীছড়ি উপজেলার সেনা ও সিভিল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন

তিনি বলেন, সন্ত্রাসীরা বর্তমানে ফটিকছড়ি থানাধীন খিরামের পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকায় চাঁদাবাজির জন্য একটি “কালেকশন পোস্ট” খোলার জন্য লক্ষ্মীছড়ি সেনা জোন ও খিরাম ক্যাম্প কর্তৃপক্ষের সাথে বোঝাপড়ার চেষ্টা চালাচ্ছে অনিলের নেতৃত্বে সন্ত্রাসীদের ৮ – ১০ জনের একটি গ্রুপ গত দুই দিন ধরে খিরাম ক্যাম্পে অবস্থান করছে

সন্ত্রাসীরা “কালেকশন পোস্টের” জন্য ঘর ভাড়া দিতে খিরামের বাত্যা কার্বারীর ওপর চাপ দিচ্ছেভয়ে তিনি বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন

কালোপ্রিয় চাকমা বলেন, খুনী অনিল চাকমা ও তার সাঙ্গপাঙ্গরা জনসংহতি সমিতির সন্তু গ্রুপ, সেনাবাহিনীর একটি অংশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাচ্ছে৷ ২০০৯ সালের ২ অক্টোবর রুইখই মারমার হত্যার পর দায়ের করা এজাহারে তাদের অনেকের নাম উল্লেখ করা হলেও পরে তাদের নাম চূড়ান্ত পুলিশ রিপোর্টে রহস্যজনকভাবে বাদ দেয়া হয়েছে, এবং তার পরিবর্তে রুইখই মারমার নিকট আত্মীয় রতন বসু মারমাসহ বেশ কয়েকজন ইউপিডিএফ সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে

ইউপিডিএফ নেতা অবিলম্বে রুইখই মারমার হত্যাকারী অনিল চাকমা ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More