লংগদু : রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়িতে শুভ বিন্দু চাকমা (৪০), পিতা: নীল রতন চাকমা নামে এক ব্যক্তিকে চোখ, মুখ বেঁধে দিয়ে বেদম মারধর ও বাড়ি তল্লাশি চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা।
জানা গেছে, গতকাল শুক্রবার (৩০ জুন) বিকাল ৩টার দিকে লংগদু থানার ইনচার্জ মোমিনুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর একদল সদস্য গলাছড়িতে যায়। সেখানে গিয়ে তারা শুভ বিন্দু চাকমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়। তারা শুভবিন্দুর কাছ থেকে বার বার ইউপিডিএফ সদস্যদের খোঁজ করে এবং তাদের দেখিয়ে দিতে বলে। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হলে যৌথ বাহিনীর সদস্যরা তাকে চোখ, মুখ বেঁধে দিয়ে বেদম মারধর করে।
এসময় বাড়িতে থাকা তার তিনি পড়ুয়া মেয়েকে নিয়েও নানা মন্তব্য করে যৌথবাহিনীর সদস্যরা।
মারধর করার পর যৌথবাহিনীর সদস্যরা তাকে রেখে সেখান থেকে চলে গেলে তিনিও ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।
এদিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ রফিক মোবাইলে কল করে নির্যাতনের ঘটনা প্রকাশ না করতে বলেছেন বলে শুভবিন্দু জানিয়েছেন। বর্তমানে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি ও তার পরিবারের সদস্যদের বাড়িতে থাকাটা অনিরাপদ বোধ করছেন বলেও তিনি জানান।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।