সিএইচটি নিউজ ডটকম
লংগদু(রাঙামাটি) : রাঙামাটির লংগদু উপজেলার সদরের মানিকজোড় ছড়া গ্রামে আট বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদিন (আবু) নামে এক নরপশুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।
নরপশু জয়নাল আবেদিন আবু ভাইট্টাপাড়া গ্রামের মোঃ চান মিয়ার ছেলে এবং পেশায় একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মানিকজোড় ছড়া গ্রামের জনৈক ব্যক্তির বাসায় বিয়ের দাওয়াত খেয়ে চলে যাওয়ার সময় জয়নাল আবেদীন আবু স্থানীয় বাসিন্দা চন্দ্র বিহারী চাকমার বসত ঘরে প্রবেশ করে। এসময় বাসার সকলেই উক্ত বিয়ের অনুষ্ঠানে চলে গেলেও তার ছোটো মেয়ে ঘরের মধ্যেই ছিলো। এ সময় মেয়েটিকে একা পেয়ে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায় জয়নাল আবেদিন। তবে মেয়েটি কোন রকমে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশ্বর্বর্তী তার চাচাকে ঘটনাটি জানায়। পরে মেয়েটির চাচা ও বাড়ির অন্য সকলে মিলে জয়নাল আবেদিন আবুকে ধরে বেঁধে ফেলে।
পরে পুলিশকে খরব দিলে লংগদু থানার এসআই মোহাম্মদ জাফর তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আবুকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। এই ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।