সিএইচটি নিউজ ডটকম
লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের বারদোনা গ্রামে নিশিধন চাকমা (৫২), পিতা- মৃত শান্তি কুমার চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। আজ ১৫ আগস্ট দুপুর ১টার সময় এ তল্লাশির ঘটনা ঘটে।
সেনাবাহিনীর সাথে বোরকা পার্টির সদস্য লেপ্যা চাকমা ছিল এবং তার ইশারাতেই সেনাবাহিনী নিশিধন চাকমার বাড়ি তল্লাশি চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তল্লাশির পরও সেনারা অবৈধ কোন কিছুই উদ্ধার করতে পারেনি।
বোরকা পার্টির সন্ত্রাসীদের ব্যবহার করে সেনাবাহিনী সাধারণ জনগণকে এভাবে প্রতিনিয়ত হয়রানি করছে- এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।