লক্ষ্মীছড়িতে পাহাড়ি-বাঙালি সমঝোতা : বাজার বয়কট প্রত্যাহার

0

Laxmichariলক্ষ্মীছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে তিন দফা লিখিত শর্তের ভিত্তিতে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় মাস ধরে লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ফলে আগামীকাল বুধবার থেকে মিলবে সাপ্তাহিক হাট।

লিখিত শর্তের মধ্যে রয়েছে- ১.বাজারে সার্বিক সুবিধা অসুবিধা নিরাপত্তাসহ সকল বিষয়ে অনুধাবনের জন্য বাজার চৌধুরীকে প্রধান করে পাহাড়ি বাঙালি সমন্বয়ে একটি মনিটরিং কমিটি থাকবে। যার সদস্য সংখ্যা হবে ৭-১১ জন। বাজারের কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক উক্ত কমিটি আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; ২. বাজার ও উপজেলা এলাকায় সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বিষয়ে কোন সাম্প্রদায়িক উস্কানি/লেবাস জড়ানো যাবে না ও  ৩. বাজারের ব্যবসায়ী, লেবার কুলি ও অন্যান্যদের দ্বারা সাধারণ ক্রেতা বিক্রেতাদের প্রতি সকল ধরনের হয়রানি, অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।

সমঝোতায় পাহাড়িদের পক্ষে স্বাক্ষর করেন লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ও বর্মাছড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান স্বপন চাকমা এবং বাঙালিদের পক্ষে স্বাক্ষর করেন লক্ষ্মীছড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আঃ রশিদ মোল্লা ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার।

এদিকে বাজার বয়কট কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে আজ মঙ্গলবার বিকালে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করা হয়। আগামীকাল বুধবার লক্ষ্মীছড়ি বাজারের সাপ্তাহিক হাট মিলবে বলে মাইকিংয়ে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি দিবাগত রাতে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে ৩ জানুয়ারি সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটিসহ চার সংগঠনের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পাহাড়িদের উপর সেনাবাহিনী-সেটলার-বাজারের কতিপয় ব্যবসায়ী, ছাত্র লীগ-ছাত্রদলের ক্যাডাররা মিলে হামলা চালায়। এতে অনেকে আহত হন। ওই দিনই তাৎক্ষণিকভাবে ৪ জানুয়ারি থেকে লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ দেড়মাস ধরে এলাকার পাহাড়ি জনগণ বাজার বয়কট অব্যাহত রাখে।

বাজার বয়কট কর্মসূচি ছাড়াও সুপার জ্যোতি মুক্তির দাবিতে পুরো খাগড়াছড়ি জেলায় মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়। গত ১ ফেব্রুয়ারি সুপার জ্যোতি চাকমা খাগড়াছড়ি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
—————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More