লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা গতকাল ১ নভেম্বর বৃহস্পতিবার রূপায়ন চাকমা (২০) নামে এক ইউপিডিএফ সমর্থককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের পিতার নাম কৃষ্ণ চাকমা, বাড়ি দুল্যাতলী ইউনিয়নের বারদোনা গ্রাম।
জানা যায়, গতকাল ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপায়ন চাকমা তার এক সঙ্গীসহ দুল্যাতলী দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে বোরকা সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। আজ ২ নভেম্বর শুক্রবার সকালে হাজাছড়ি মুখ এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীছড়ি থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।
ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা আজ শুক্রবার এক বিবৃতিতে রূপায়ন চাকমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে খুনী বোরকা পার্টির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘২০০৯ সালে গঠনের পর গতকালের ঘটনা পর্যন্ত বোরকা পার্টির সদস্যরা ইউপিডিএফ নেতা রুইখই মারমাসহ কমপক্ষে ৪ জনকে খুন, ৩০ জনকে অপহরণ ও লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে। লক্ষ্মীছড়ি প্রশাসনের নাকের ডগায় এসব সন্ত্রাসী কার্যক্রম চালালেও তাদের বিরুদ্ধে কোন পদপে নেয়া হচ্ছে না।‘
বোরকা পার্টির সদস্যরা আঞ্চলিক পরিষদের চেয়ারাম্যান সন্তু লারমার কাছে থেকেও মদদ পায় বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেন।