খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরে থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে জুর্গাছড়িতে র্যাবের সাথে বোরকা সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আস্তানা থেকে র্যাব এক বোরকা সন্ত্রাসীকে আটক করেছে। আজ ২১ অক্টোবর ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে র্যাব একে-৪৭ সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।
জানা যায়, গোপন সংবাদের চট্টগ্রামের র্যাব-৭ এর একটি দল লক্ষ্মীছড়ি উপজেলা সদরের জুর্গাছড়ি পাড়ায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৩৫-৪০রাউন্ড সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিতে এক বোরকা সন্ত্রাসী নিহত হয়।
উভয়ের মধ্যে দীর্ঘ সময় গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশী চালিয়ে অস্ত্রসহ লক্ষ্মী রঞ্জন চাকমা(১৮)কে আটক করে। তবে, বোরকা সন্ত্রাসীদের মুল হোতা অনিল চাকমা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে ৩০রাউন্ড গুলিসহ ১টি একে-৪৭, ২২ রাউন্ড গুলিসহ ৩টি দেশীয় তৈরী বন্দুক ও ২টি পিস্তল,২টি ল্যাপটপ,১টি সোলার প্যানেল, ১টি ১২ভোল্ট ব্যাটারী ও কিছু সামরিক পোষাক, চাঁদা আদায়ের রশীদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ পত্র র্যাব উদ্ধার করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশেষ মহলের মদদে বোরকা সন্ত্রাসীরা লক্ষ্মীছড়ি সেনা জোন ও থানা থেকে কয়েকশ‘ গজ দূরে জুর্গাছড়িতে আস্তানা গড়ে তুলে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর তারা নির্মল চাকমাকে গুলি করে খুন করে এবং সর্বশেষ গত ২ অক্টোবর ধন কুমার চাকমাকে তার শ্বশুর বাড়ি থেকে অপহরণ করে। প্রশাসনের নাকের ডগায় সন্ত্রাসীরা এসব অপকর্ম করলেও এতদিন প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।