লক্ষ্মীছড়িতে সুপার জ্যোতি চাকমা চেয়ারম্যান নির্বাচিত

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
Laxmichari chairman2খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত প্র্রার্থী ও সাবেক পাহাড়ি ছাত্র পরিষদের নেতা সুপার জ্যোতি চাকমা বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাথোয়াইঅং মারমা মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজান, ৯শ’ ৪৬ ভোট।

এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী স্বপন চাকমা(দোয়াত কলম) পেয়েছে ১ হাজার ৬শ’ ৮৬ ভোট, মাইনুল ইসলাম(ঘোড়া) পেয়েছেন ৭শ’ ২৪ ভোট ও নীলবর্ণ চাকমা(কাপ-পিরিচ) পেয়েছেন ৩০ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অংগ্য প্রু মারমা। তিনি পেয়েছেন ৫ হাজার ২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীক নিয়ে ৪ হাজার ২শ’ ৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার ১শ’ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বেবী রাণী বসু (পদ্মফুল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমনা চাকমা তীর-ধনুক প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১শ’ ৭ ভোট।

উপজেলার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯শ ৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোট জমা পড়েছে ১০ হাজার ৪শ’ ৯৮টি। তার মধ্যে বাদ পড়েছে ৩ হাজার ৩শ’ ৯ ভোট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More