লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পিসিপির সংবর্ধনা

0

লক্ষীছড়ি: শিক্ষা শান্তি প্রগতি এই স্লোগানে “know theyeslve” নিজকে জানো — সক্রেটিসের এই উক্তিকে সামনে রেখে বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিএফ)।

আজ রবিবার (৭ মে ২০১৭) বর্মাছড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
লক্ষ্মীছড়ি-৬jpg
২০১৭ সালে এসএসসি পরীক্ষার্থী জিসন চাকমা জিপিএ ৫ পেয়েছেন। তাকেসহ ৩০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি’র লক্ষ্মীছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক নয়ন চাকমা। সভা পরিচালনা করেন জ্যোতিময় চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক কেম্রন দেওয়ান, বর্মাছড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত পদের মহিলা সদস্য সন্ধ্যারানী চাকমা, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রনদীপ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য শ্যামল চাকমা, বিদ্যালয়ে সহকারী শিক্ষক অনুপম চাকমা, দীপক চাকমা।
লক্ষ্মীছড়ি-৫
স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র উপজেলা শাখা সাংকৃতিক সম্পাদক উৎফল চাকমা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষা হল জাতির মুক্তির পথ। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। যারা দীর্ঘ ১০ বছর সাধনা করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা একদিন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা যেমন আলোকিত হবেন একইসাথে বর্মাছড়িসহ গোটা পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করবেন।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More