লামায় রাবার কোম্পানি কর্তৃক ম্রোদের ২০০ একর জমি দখলের অভিযোগ

0

নিজস্ব প্রতিনিধি ।। বান্দরবানের লামায় একটি রাবার কোম্পনি কর্তৃক ম্রো জনগোষ্ঠীর ২০০ একর জুমের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এর ফলে সেখানে তিনটি ম্রো গ্রামের ৬৫টি পরিবার উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন।

গতকাল (১৪ ফেব্রুয়ারি ২০২১) ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদকীয়তে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ‘ম্রো সম্প্রদায়ের লোকদের অভিযোগ মতে, তাদেরকে উচ্ছেদ করার হুমকি ছাড়াও তাদের পৈতৃক ভূমি দখল করার জন্য কয়েক বছর আগে এই সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করা হয়েছিল’।

ডেইলি স্টারের ওই সম্পাদকীয়তে বলা হয়, ‘যেহেতু ম্রো সম্প্রদায়ের জীবিকার একমাত্র উৎস জুম চাষ, তাই এখন তাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তারা এই দখলদারদের এতটাই ভয় পেয়েছে যে তারা পুলিশে অভিযোগ দায়ের বা তাদের বিরুদ্ধে কোনও মামলা করার সাহস পায়নি’।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More