শহীদ ইউপিডিএফ-এর নেতা-কর্মীদের প্রতি পার্টি ও জনগণের শেষ সম্মান চলছে

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম

রাঙামাটি জেলার সুবলঙে গতকাল ২১ মে, শনিবার জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় শহীদ ইউপিডিএফ-এর নেতা-কর্মীদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে পার্টি ও জনগণের শেষ সম্মান চলছে আজ ২২ মে ময়না তদন্ত শেষে বিকালে নেতা-কর্মীদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাবার পথে বিভিন্ন জায়গায় ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের জনগণ শেষ সম্মান প্রদর্শন করেন।

ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমার মরদেহ রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফ-এর কার্যালয়ের সামনে এসে পৌঁছলে ইউপিডিএফ, পিসিপি, ডিওয়াইএফ, এইচডব্লিউএফ, কুদুকছড়ি ইউনিয়ন পরিষদ ও হাজাছড়ি পূর্ব পাড়ার গ্রামবাসীর পক্ষ থেকে মরদেহে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে ইউপিডিএফ নেতার প্রতি সম্মান প্রদর্শন করা হয়৷ এসময় বাজারে অপেক্ষারত জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে ইউপিডিএফ নেতার প্রতি শেষ সম্মান প্রদর্শন করেন

এরপর অনিমেষ চাকমার মরদেহ ঘিলাছড়িতে এসে পৌঁছলে সেখানেও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শেষ সম্মান প্রদর্শন করা হয়

ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতার মরদেহ বিকাল পৌনে ৫টার সময় মহালছড়িতে এসে পৌঁছলে সেখানে ২৪মাইল, বদানালা ও মাইসছড়ির নোয়া পাড়ায় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হেডম্যান, কার্বারী, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পণ করে ইউপিডিএফ নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন

এরপর সন্ধ্যা ৭টার সময় অনিমেষ চাকমার মরদেহ খাগড়াছড়িতে এসে পৌছেঁ। তাকে প্রথমে স্বনির্ভরস্থ ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মরদেহ নিয়ে যাওয়ার সময় এলাকার সর্বস্তরের জনগণ লাইনে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেনইউপিডিএফ নেতা অনিমেষ চাকমাকে এক নজর দেখার জন্যএ সময় এলাকার জনগণ অফিসে ভিড় জমানসেখানে ইউপিডিএফ, পিসিপি, ডিওয়াইএফ, এইচডব্লিউএফ-এর ক্ষ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতার প্রতি শেষ সম্মান প্রদর্শন করা হয়। এবং শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাত সাড়ে ৭টায় তাকে খবংপড়িয়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে সম্মান প্রদর্শন ও ধর্মীয় কার্যাদি সম্পাদনের পরপার্শ্ববর্তী মাঠে সর্ব সাধারণের জন্য মরদেহ উন্মুক্ত করে দেয়া হয় এ সময় বিভিন্ন সংগঠন ও এলাকার সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করে ইউপিডিএফ নেতার প্রতি সম্মান জানানএরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে তার পৈত্রিক বাড়ি দিঘীনালার বাবুছড়ায় নিয়ে যাওয়া হয়৷ আগামীকাল ২৩ মে রবিবার সেখানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে

অপরদিকে পূর্ণভূষণ চাকমার লাশ তার নিজ গ্রাম কুদুকছড়ি উপর পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইউপিডিএফ ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে তাকে শেষ সম্মান জানানোর পর আজ বিকেলেই তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় এছাড়া শুক্রসেন চাকমার লাশ তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More