ডিওয়াইএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরাকে আটকের চেষ্টা

সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই

0

খাগড়াছড়ি: গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরাকে আটকের চেষ্টা চালিয়েছে মাটিরাঙ্গা জোন -এর একদল সেনাসদস্য। এর মধ্যে অনেকেই ছিল সাদা পোষাকধারী।

Matirangaজিকো ত্রিপুরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষে গত ০৮ এপ্রিল, ২০১৭(শনিবার) নিজ পরিজন ও সন্তানসহ রাতে শান্তি পরিবহনে করে খাগড়াছড়িতে ফিরছিলেন। রাত ১১.০০টার দিকে গাড়ি মাটিরাঙ্গা সেনাজোনে পৌঁছলে  সেখানে গাড়ি থামানো হয়। গাড়ি থামানোর পরে একদল সাদাপোশাকধারী সেনা সদস্য জিকো ত্রিপুরাকে নিজের পরিচয় জিজ্ঞাসা করে। তিনি নিজের ও সংগঠনের পরিচয় এবং তিনি যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে ঘরে ফিরছিলেন তা সেনাসদস্যদের বলেন। সেনা সদস্যরা  এ সময় তাকে তল্লাশী করে।

এসময় তাঁর কাছে থাকা সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র, সংগঠনের কেন্দ্রীয় ও শাখা কমিটির তালিকাসহ মানিব্যাগ থেকে ৪ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। জিকো ত্রিপুরা এই সকল কাগজপত্র ফেরত দিতে বললেও সেনাসদস্যরা তাতে কর্ণপাত করেনি। পরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ ও হয়রানি করার পর সেনা সদস্যরা তাকে মোবাইলের মাধ্যমে ছবি তুলে রাখে। এরপর ফোন নাম্বার এবং পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা লিখে রাখে।

তবে অনেকক্ষণ আটক রাখার পরে সেনাসদস্যরা তাকে ছেড়ে দেয়।

_______

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More