সাজেক(রাঙামাটি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১টায় এই আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পিসিপি’র রাঙামাটি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমা ও সাজেক শাখার সাংগঠনিক সম্পাদক রূপায়ন চাকমা।
জানা যায়, পিসিপি’র উক্ত তিন নেতা সাংগঠনিক কাজ শেষে রেতকাবা গ্রামের একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পৌনে ১টার দিকে বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করে জোনে নিয়ে যায়।
সেখানে তাদের উপর শারিরীক নির্যাতনের পর আজ বুধবার বিকালে তাদেরকে সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।