সাজেক (রাঙামাটি)॥ সাজেকে মালামাল পরিবহণে আরোপিত নিষেধাজ্ঞার পর সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে একটি সমঝোতা হয়েছে।
আজ রবিবার বাঘাইহাট জোন কমান্ডার আলী হায়দার সিদ্দিকীর সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, উজো বাজার ও বাঘাইবাট বাজারের প্রতিনিধিদের বৈঠকে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
সমঝোতা মোতাবেক বাঘাইহাট জোন কমান্ডার গাড়িতে মালামাল পরিবহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন।
সাজেকবাসী এ জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন এরপর থেকে সাজেকে মালামাল পরিবহণে আর কোন সমস্যা থাকবে না।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।