রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
আজ ২৩ মে বিকাল আনুমানিক পৌনে ৬টার সময় সুবলঙ থেকে ইউপিডিএফ সদস্য পুলক চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। অনেক খোঁজাখুজির পর ঘটনার ৩ দিনের মাথায় লেকের পানি থেকে তার লাশ উদ্ধার করা হলো। লাশটি উদ্ধারের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশটিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেছে।
পুলক চাকমা রাঙামাটির বরকল উপজেলার সুবলঙ ইউনিয়নের উকছড়ি গ্রামের লক্ষী কুমার চাকমার ছেলে।
উল্লেখ্য যে, গত ২১ মে, শনিবার সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমাসহ ৪ জন নিহত হন। এর মধ্যে ঘটনার পর অনিমেষ চাকমা সহ ৩ জনের লাশ উদ্ধার করা গেলেও পুলক চাকমার লাশ খুঁজে পাওয়া যায়নি। তার লাশ উদ্ধারের মধ্যে দিয়ে নিহত ৪ জনের লাশ নিশ্চিত হলো।