অপহরণকারীদের রক্ষার পরিণতি শুভ হবে না –পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠন

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
আজ রোববার ১৩ জানুয়ারি রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের (সিএমএম) আদালতে কল্পনা অপহরণের সিআইডি চূড়ান্ত রিপোর্টের ওপর শুনানিতে আদালত কর্তৃক পক্ষপাতদুষ্ট উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান এবং চিহ্নিত অপহরণকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করায় পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠন এক যুক্ত বিবৃতিতে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন
সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে সাত সংগঠনের নেতৃবৃন্দ জাস্টিজ ডিলেড জাস্টিজ ডিনাইড মন্তব্য করে বলেছেন, কল্পনার অপহরণকারীগণ চিহ্নিত, তাদের গ্রেফতার ও বিচার হচ্ছে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের বিবেকবান তথা গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সকল নাগরিকদের অভিন্ন দাবিতা না করে সরকার অহেতুক কালক্ষেণের মাধ্যমে অপহরণকারীদের রক্ষা অপপ্রয়াস চালাচ্ছেনেতৃবৃন্দ আরও বলেন, ইতিমধ্যে তিনটি তদন্ত রিপোর্ট জনগণ দেখেছেমামলা বিষয়ে বাঘাইছড়ি থানা পুলিশের তদন্ত রিপোর্ট, সাম্প্রতিক সিআইডির তদন্ত রিপোর্ট এবং বিচারপতি জলিলের নেতৃত্বে গঠিত তদন্ত রিপোর্টের সারবস্তুও প্রকাশিত হয়েছেভবিষ্যতে যদি সরকারের মনোনীত ব্যক্তিদের নিয়ে আরও কোন তদন্ত কমিটি হয় এবং উক্ত তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করে, তাহলে ফলাফল হবে একইএভাবে তদন্তের নামে দীর্ঘসূত্রীতা ও তালবাহানার কোন মানে হয় নাপার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী জনগণ আর তদন্তের নামে কানামাছি খেলা দেখতে প্রস্তুত নয়, তারা চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তি দেখতে চায়
পুনঃধার্যকৃত আগামী ১৬ জানুয়ারি সিআইডি রিপোর্ট শুনানির দিনে যদি আদালত পক্ষপাতদুষ্ট উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান না করে আবারও ষড়যন্ত্রমূলক দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়, তাহলে তার পরিণতি শুভ হবে না বলে সাত সংগঠনের নেতৃবৃন্দ সাফ কথা বলে দিয়েছেনবিবৃতিতে কল্পনা অপহরণের প্রতিবাদে সংগঠিত আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণাকারী দেশের সকল গণতান্ত্রিক ব্যক্তি ও সংগঠনসমূহের সমর্থনে গোটা পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়ার হুমকিও দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠনের নেতৃবৃন্দ
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সুমেন চাকমা ও সাধারণ সম্পাদক থুইক্য চিং মারমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর সভানেত্রী কণিকা দেওয়ান, সাজেক নারী সমাজ (এসএনএস)-এর সভানেত্রী নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (জেএনএনপিসি)-এর সুমতি চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটি (এসবিআরসি)-এর সভাপতি জ্ঞানেন্দু চাকমা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড (পিএসএস)-এর সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা। খবর: প্রেস বিজ্ঞপ্তি। #

…………..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More