অপহরণের ১ মাস পর বর্মাছড়ির তিন গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে বোরকা পার্টির সন্ত্রাসীরা

0

লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের শুকনাছড়ি গ্রাম থেকে অপহরণের এক মাস পর তিন গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে বোরকা পার্টির সন্ত্রাসীরাগতকাল ১৭ নভেম্বর রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয়সন্ত্রাসীদের কবল থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন- দক্ষিণ শুকনাছড়ি গ্রামের শান্তি কুমার চাকমা ও আনন্দ চাকমা এবং উত্তর শুকনাছড়ি গ্রামের সুরেশ কান্তি চাকমাগত ১৬ নভেম্বর রাতে সন্ত্রাসীরা তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়

এ বিষয়ে লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র চাকমার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের দীর্ঘ প্রচেষ্টার পর একটা সমঝোতার ভিত্তিতে সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছেমুক্তি পাওয়ার পর পরই তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন

উল্লেখ্য যে, সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি করে আসলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে নাউক্ত তিন গ্রামবাসীকে অপহরণের পর প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তাদের উদ্ধারে প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More