আগামী ১২ ফেব্রুয়ারি সাজেক সফরে আসছেন রাষ্ট্রপতি

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

indexরাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ আগামী ১২ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সফরে আসছেন। তাঁর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সেনাবাহিনী ও বিজিবি। বর্ণিল সাজে সাজানো হচ্ছে সাজেকের বিভিন্ন স্থাপনা। সাজেকের রুইলুই পাড়ার লুসাই ও ত্রিপুরা সম্প্রদায়ের বসতবাড়িগুলোও সাজানো হয়েছে লাল আর সবুজ রঙের আবরণে। গাছ ও বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে তোরণ।

সাজেক সফরকালে রাষ্ট্রপতি সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং সাজেক এলাকার জনগণের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এরপর তিনি সাজেক থেকে হেলিকপ্টার যোগে বান্দরবানের নীলগিরিতে যাবেন। সেখানে তাঁর রাত্রি যাপনের কথা রয়েছে।safe_image.php

উল্লেখ্য, এর আগে গত বছর ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেক সফর করেছিলেন। এরপর ১২ নভেম্বর তৎসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মাচলং পুলিশ ফাঁড়িকে সাজেক থানা হিসেবে উদ্বোধন  করতে সাজেক সফর করেন।

 

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More