আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ও কুকিছড়া(গাছবান) হত্যাকান্ডের ৪১ বছর

0

ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম
আজ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসইতিহাসের পাতায় কালো আখরে উৎকীর্ণবেদনা বিধূর কালবেলা১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীআলবদর-রাজাকার বাহিনীর সহযোগিতায় নারকীয়ভাবে হত্যা করেছিল এ দেশের শ্রেষ্ঠসন্তানদের
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের ঠিক দুদিন আগে দিশাহারা হানাদারপাকিবাহিনী পরাজয়ের প্রতিশোধ নিতে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে এইনির্মম হত্যাকাণ্ড চালায়
অপরদিকে এই দিনে পার্বত্যচট্টগ্রামে কুকিছড়া এলাকার গাছবানে মুক্তিবাহিনী কর্তৃক জুম্মদের উপর একনৃশংস হত্যাকান্ড চালানো হয়এদিন মুক্তিবাহিনীর সদস্যরা কমপক্ষে ৮ জননিরীহ জুম্মকে গুলি করে হত্যা করে এবং জুম্মদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়
এছাড়াও গত বছর অর্থা ২০১১ সালের এই দিনে দিঘীনালার কবাখালীতে সেটলাররা হামলাচালিয়ে চিগোন মিলা চাকমাকে হত্যা করেসেটলারদের হামলায় এদিন আরো বেশকয়েকজন জুম্ম আহত হয়
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) বুদ্ধিজীবী হত্যা সহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যাকান্ডের তদন্ত ও বিচার দাবি করেছে।
এ দিনটির স্মরণে ইউপিডিএফ আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, খাগড়াছড়ি সদরের গাছবান, মানিকছড়ি ও দিঘীনালায় স্মরণসভার আয়োজন করেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More