আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মহালছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

0

মহালছড়ি (খাগড়াছড়ি) : পার্বত্য চট্টগ্রামের উপর জারিকৃত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বাতিল, ইউপিডিএফ নেতা উজ্জল স্মৃতি ও পিসিপি’র নেতা বিপুল চাকমাসহ কারাবন্দী ইউপিডিএফ নেতা-কর্মীদের মুক্তি এবং ধরপাকড় নির্যাতন ও হয়রানি বন্ধ করার দাবিতে আজ শনিবার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির মহালছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল ইউমেন্স ফেডারেশনল(এইচডব্লিউএফ) মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।15571117_1186186651466394_154884528_n

উক্ত সমাবেশে ডিওয়াইএফ মহালছড়ি থানা শাখার সহ সভাপতি স্বপন বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা, পিসিপি মহালছড়ি থানা শাখার সহ সভাপতি সুনয়ন চাকমা ।

সভা সঞ্চালনা করেন পিসিপি মহালছড়ি থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন চাকমা।

সমাবেশে বক্তারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১১নির্দেশনা বাতিল সহ ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।15555877_1186186684799724_1599963554_n

সমাবেশ থেকে বক্তারা অন্যায় ধরপাকড়, নির্য়াতন, মামলা দিয়ে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে স্তব্দ করে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সরকার যদি জাতিগত নিপীড়ন বন্ধ না করে এবং আটককৃত নেতা-কর্মীদের নিশঃর্ত মুক্তি দেয়া না হলে ছাত্র যুব সমাজ হাত গুটিয়ে বসে থাকবে না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে ২৪ মাইল চৌমনহীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More