আবারও সাধনা টিলা বনবিহার দখলের ষড়যন্ত্র

0

দীঘিনালা॥ আবারও নতুন করে বাবুছড়ার সাধনা টিলা বনবিহারের জমি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র চলছে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি দীঘিনালায় কতিপয় সেনা কর্মকর্তা ও সেটলার নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক গোপন মিটিঙে নতুন করে সাধনা টিলা বনবিহারের জমি দখলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

সূত্র মোতাবেক সেটলাররা সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহায়তায় জমি দখল করবে। যে কোন দিন দখলের কাজ শুরু হতে পারে।

তাদের ধারণা নব্য মুখোশ বাহিনী ও জেএসএস সংস্কারবাদীদের দিয়ে ইউপিডিএফ-কে ব্যস্ত রাখা গেলে সাধনাটিলা বনবিহারের জমি বেদখলের কাজ সহজ হবে।

সাধনা টিলা বনবিহার পরিচালনা কমিটি ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটি বিহারের জমি রক্ষায় এগিয়ে আসার জন্য দীঘিনালাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিহার পরিচালনা কমিটির এক নেতা সিএইচটি নিউজ ডটকমকে বলেন, যে কোন মূল্যে বিহার ও বিহারের জমি রক্ষা করা হবে।

তিনি বলেন এ বিহার মহান শ্রাবক বুদ্ধ বনভান্তের এক শিষ্যের দ্বারা প্রতিষ্ঠিত, তাই আমরা কোনক্রমে এই বিহার ধ্বংস হতে দেব না।

বাবুছড়ার কয়েকজন যুবক এই প্রতিবেদককে বলেন প্রয়োজনে রক্ত দিয়ে হলেও বিহার রক্ষা করবো, ধর্ম রক্ষা করবো।

তারা বলেন সাধনা টিলা বনবিহারের জমি বেদখলের চেষ্টা করা মানেই হলো আমাদের ধর্মের উপর আঘাত করা। আর আমরা তা কখনোই সহ্য করবো না।

তারা নারী পুরুষ সবাইকে বিহার রক্ষায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

_________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More