ইউপিডিএফ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্যাচরে শিশু র‌্যালি অনুষ্ঠিত

0
নান্যাচর(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে তিনদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাঙামাটি জেলার নান্যাচরে শিশু র‌্যালি অনুষ্ঠিত হয়েছে
নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠ থেকে সকাল ১১টায় শিশুর‌্যালিটি শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়উদ্ধত রাইফেল বেয়নেট সরিয়ে নাও, আমরাও চাই বিশ্বের শিশুদের মত অধিকার, চাই ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশে বেড়ে উঠতে, আমাদেরও প্রয়োজন খেলার মাঠ, রোদেলা দুপুরে সাতার দেবার বিল”-এসব শ্লোগানে অনুষ্ঠিত শিশু র‌্যালিতে তিন শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেনএ সময় শিশুরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত শ্লোগান দেন এবং ইউপিডিএফের দলীয় পতাকা ও জাতীয় পতাকা বহন করেন। শিশুদের অগ্রবর্তী দলের প্রধান ৫ম শ্রেণীর ছাত্র লেলিন চাকমা  র‌্যালিতে নেতৃত্ব দেন।
শিশু র‌্যালির সময় ইউপিডিএফ ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে নান্যাচর উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমা, নান্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, সাব্যেং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা ও নান্যাচর ইউনিয়ন পরিষদের মেম্বার সেন্ট্রু চাকমা উপস্থিত ছিলেন
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হয়েছিলপ্রতিষ্ঠার পর পরই এ দলের ওপর সরকারের নির্যাতনের স্টিম রোলার নেমে আসেবহু নেতা-কর্মী গ্রেফতার, নিমর্ম নিপীড়নের শিকার ও শহীদ হয়েছে এবং এখনও বিনা বিচারে অনেকে কারাগারে আটক রয়েছেপার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ইউপিডিএফ সমতলের সংখ্যালঘু জাতি তথা দেশের আপামর জনগণের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে নিয়োজিত রয়েছে

…………..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More