ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের ১৯তম কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তার তিন সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের ১৯তম কেন্দ্রীয় সমন্বয় সভা ১২ ও ১৩ ডিসেম্বর ২০১২ ঢাকায় অনুষ্ঠিত হয়েছেইউপিডিএফ সভাপতি প্রসিত খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, সাংগঠনিক সম্পাদক জিকো মারমা, কেন্দ্রীয় সদস্য বিনয় চাকমা, জিকো ত্রিপুরা, উদয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সহসভাপতি নিরূপা চাকমা, সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা ও সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেন চাকমা, সাধারণ সম্পাদক থুইক্য চিং মারমাসহ আরো অনেকে
সভার শুরুতে সদ্য কারামুক্ত ইউপিডিএফ সদস্য বকুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়
সভাপতি প্রসিত খীসা দেশের চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন তথা পাহাড়ি জনগণকে ধ্বংস করার সরকারী ষড়যন্ত্রের চিত্র তুলে ধরেনতিনি বলেন সংবিধানে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণসহ দেশের সংখ্যালঘু জাতিগুলোর পরিচয় বাঙালি লিখে আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে আমাদের অস্তিত্ব মুছে দিতে চাইছে, যা কখনোই বরদাস্ত করা হবে না
সভায় গত নভেম্বর মাসে জনগণের জন্য পার্টি কর্তৃক গৃহীত বিভিন্ন সেবামুলক কর্মসূচীর পর্যালোচনা করে বলা হয়, চলতি শীতকালীন ফসল কাটা মৌসুমে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড় ও রাঙামাটির নান্যাচরসহ বিভিন্ন এলাকায় জনগণকে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা প্রদান এবং ২২ ও ২৩ নভেম্বর রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ১০ কিলোমিটার দীর্ঘ তুলাবান – গঙ্গারামদোর সড়কের দুপাশের ঝোপঝাড় পরিস্কার করে যান চলাচলের উপযোগী করণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হওয়ায় পার্টি ও জনগণের মধ্যে সম্পর্ক আরো বেশী গভীর ও সুদৃঢ় হয়েছেধান কাটার কাজে সহযোগিতা প্রদান কর্মসূচীতে পার্টির কয়েক শত নেতাকর্মী এবং তুলাবান – গঙ্গারামদোর সড়ক সংস্কার কর্মসূচীতে ইউপিডিএফের উদ্যোগে বি ব্লক, সি ব্লক, কাট্টলী, আগালাছড়াসহ বাঘাইছড়ি এলাকার ৫ শতাধিক নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
এরপর সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ ডিসেম্বর ইউপিডিএফের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়এর মধ্যে রয়েছে গণসমাবেশ, শিশুর‌্যালী, ভ্রাম্যমান প্রচার ও পানছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত ২০ কিলোমিটার ম্যারাথন দৌড়
এছাড়া আগামী ১৮ জানুয়ারী ঢাকায় জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ কর্তৃক আহূত গণসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়
সভপতি প্রসিত খীসা উক্ত কর্মসূচী সফল করার জন্য পার্টি ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীসহ আপামর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More