ইউপিডিএফ প্রার্থীর পক্ষে কাজ করার জের: মানিকছড়িতে আওয়ামী লীগ কর্তৃক এক ব্যক্তিকে মারধর ও এক গৃহবধুকে ঘরছাড়া করেছে তার স্বামী!

0

সিএইচটিনিউজ.কম

Manikchariমানিকছড়ি (খাগড়াছড়ি) : গত ৫ জানুয়ারি সম্পন্ন হওয়া ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থী প্রসিত বিকাশ খীসার পক্ষে কাজ করার কারণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নে আওয়ামী লীগ কর্তৃক সাহেব আলী নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। অপরদিকে, বাবা হাতি মার্কার পক্ষে কাজ করায় নার্গিস আক্তার নামে এক গৃহবধুকে তার স্বামী বাড়ি ছাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা বাজারে জাহাঙ্গীরের দোকানের সামনে আওয়ামী লীগ কর্মী নুরুল ইসলাম সাহেব আলীকে মারধর করে। সাহেব আলী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থী প্রসিত বিকাশ খীসার সমর্থনে যোগ্যছোলা ইউনিয়নে কাজ করেছিলেন। মারধরকারী নুরুল ইসলাম মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ৩নং যোগ্যছোলা ইউপি চেয়ারম্যান জয়নাল আলীর সহযোগি হয়ে কাজ করেন বলে জানা গেছে। সাহেব আলীকে মারধরের প্রতিবাদে এলাকাবাসী তৎক্ষণাত সাপমারা বাজারে রাস্তা অবরোধ করে।

অপরদিকে, বাবা হাতি মার্কার পক্ষে কাজ করার অপরাধে নার্গিস আক্তার নামে এক গৃহবধুকে বাড়ি ছাড়া করেছে তার স্বামী মঈন উদ্দিন! বর্তমানে সে তার বাবা নিয়াজ আলীর বাড়িতে অবস্থান করছে। মঈন উদ্দিন আওয়ামী লীগের যোগ্যছোলা ইউপি কমিটির সদস্য।

জানা গেছে, যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা গ্রামের নিয়াজ আলী ইউপিডিএফ প্রার্থী প্রসিত বিকাশ খীসার সমর্থনে ৩নং যোগ্যছোলা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়ে কাজ করেছিলেন।

আজ শনিবার সকালে নার্গিস আক্তার তার স্বামীর বাড়িতে গেলে তাকে মারধর করে আবারো বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More