কল্পনা চাকমা অপহরণের ২০ বছর

এ্যামনেস্টির ‘ফটো এ্যাকশন’ কর্মসূচির প্রতি পাহাড়ি জনগণের একাত্মতা প্রকাশ 

0

ডেস্ক রিপোর্ট।। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের ২০ বছর পূর্তিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘ফটো এ্যাকশন’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ। ছোট্ট শিশু, নারী-পুরুষ, দোকানদার, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসুচির প্রতি সমর্থন জানিয়েছে। সংস্থাটির ‘কল্পনা কোথায়? Kalpana kudu? Where is Kalpana?#MyUnseenSister’ লেখা পোস্টার হাতে ছবি তুলে তাঁরা কল্পনা চাকমার সন্ধান চেয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা অপহৃত হন কল্পনা চাকমা। আজ ২০ বছরেও তার কোন হদিস পাওয়া যায়নি। আইনের আওতায় আনা হয়নি চিহ্নিত অপহরণকারীদের।

নীচে এ্যামনেস্টির ‘ফটো এ্যাকশন’ কর্মসূচির সমর্থনে তোলা কিছু ছবি দেওয়া হলো:

IMG_4711 IMG_4734 IMG_4736 IMG_4738 IMG_4744 IMG_4754IMG_4806IMG_4816IMG_4803IMG_4789IMG_4782IMG_4781IMG_4779IMG_4778IMG_4775IMG_4773IMG_4768IMG_4767

দ্রষ্টব্য: ছবিগুলো এ্যামনেস্টির ‘ফটো এ্যাকশন’ কর্মসূচি  http://myunseensister.tumblr.com থেকে সংগৃহীত।

————————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More