কর্ণফুলি চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণকারী মোঃ আজমের শাস্তির দাবিতে মানববন্ধন

0

ফটিকছড়ি (চট্টগ্রাম) : কর্ণফুলি চা বাগানে এক নারী (পাহাড়ি) শ্রমিককে ধর্ষণের সাথে জড়িত মোঃ আজমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, চা শ্রমিক ইউনিয়ন, মুন্ডা ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ ব্যানারে আজ বুধবার (৫ সেপ্টেম্বর ২০১৮) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ টি ষ্টেট এসোশিয়েশনের উপদেষ্টা কুতুব উদ্দিন মূহুরী, কর্ণফুলি চা বাগানের ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমা, ষ্টাফ এসোশিয়েশনের সাধারণ সম্পাদক অসিম চাকমা, ভ্যালী সভাপতি নিরঞ্জন নাথ মন্টু ও হ্লাচিং মং মারমা। এতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় ও ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায় দুঃখ প্রকাশ ক‌রে ব‌লেন, চা বাগা‌নে নারী চা শ্রমিককে ধর্ষণের ঘটনা খুবই দুঃখনজনক ব্যাপার। তি‌নি ধর্ষক মোঃ আজমকে যথাযথ শাস্তি প্রদানের জন্য আহ্বান জানান।

হরি মোহন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা‌দেশে নারীদের কোথাও নিরাপত্তা নেই। রাস্তা-ঘাটে চলতে ফিরতে নারীরা ধর্ষণ-নির্যাতন-হত্যার শিকার হচ্ছে। ‌তি‌নি ধর্ষকদের বি‌রুদ্ধে কঠোর শাস্তি ও সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি করেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট চা বাগান থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী ওই নারী শ্রমিককে কাঞ্চননগর ইউনিয়নের মোঃ আজম একা পেয়ে ঝাপটে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই নারী বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ আজম আটক করেছে বলে জানা গেছে।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More