কর্মস্থলে অনুপস্থিত থাকায় খাগড়াছড়ি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাময়িক বরখাস্ত

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজসহ তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত বাকি দুজন হলেন ভোলার উপ-বিভাগীয় প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি এবং কক্সবাজার সড়ক বিভাগের চকোরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জিএম শরীফুল রনী।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলে আঘাত হানার প্রাক্কালে দূর্যোগময় পরিস্থিতিতে নিজ-নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া নির্দেশ উপেক্ষা করে সড়ক ও জনপথ অধিদপ্তরের তিনজন কর্মকর্তা অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ও কর্মস্থল ত্যাগ করায় তাঁদেরকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর ১১ (১) বিধি মোতাবেক বুধবার যোগাযোগ মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More