কল্পনা অপহরণ বিষয়ে আদালত কর্তৃক এসপিকে দিয়ে পুনঃতদন্তের আদেশ প্রত্যাখ্যান করে রাঙামাটি-খাগড়াছড়িতে বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
কল্পনা অপহরণ বিষয়ে আজ ১৬ জানুয়ারি বুধবার রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত কর্তৃক এসপিকে দিয়ে পুনঃতদন্তের আদেশ প্রত্যাখ্যান করে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি:
আজ বুধবার বিকাল ৩টায় রাঙামাটির কুদুকছড়িতে হিল উইমেন্স ফেডারেশন কল্পনা চাকমা অপহরণ বিষয়ে আদালতের দেয়া আদেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেমিছিলটি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদণি করে আবার বিদ্যালয় গেটের সামনে এসে শেষ হয়মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শান্তি প্রভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক তাপুমনি চাকমা
বক্তারা আদালত কর্তৃক দেয়া এসপিকে দিয়ে কল্পনা অপহরণ ঘটনার পুনঃতদন্তের আদেশ প্রত্যাখ্যান করে বলেন, আদালতের এ আদেশ গ্রহযোগ্য নয়এ আদেশ আমরা কিছুতেই মানতে পারি না
বক্তারা চিহিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদ সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান
এদিকে একই দাবিতে নান্যাচরেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেগণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ তাৎণিকভাবে এ বিক্ষোভের আয়োজন করেমিছিলটি বেলা ২.৩০টায় নান্যাচর উপজেলা সদরের বিশ্রামাগার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা ও নান্যাচর বাজার প্রদণি করে আবার বিশ্রামাগার মাঠে এসে শেষ হয়মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয় লাল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর কলেজ শাখার সভাপতি রিপন আলো চাকমা
বক্তারা আদালত কর্তৃক দেয়া আদেশ প্রত্যাখ্যান করেন এবং চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান
মিছিল শেষে ফেরার পথে সেনাবাহিনী পাহাড়ি ছাত্র পরিষদের ৬ কর্মীকে আটক করে জোনে নিয়ে যায়জোনে নিয়ে গিয়ে তাদেরকে নানা ভয়-ভীতি প্রদর্শন করা হয় এবং মিছিল মিটিঙে অংশগ্রহণ না করার জন্য নির্দেশ দেয় সেনারাপরে স্থানীয় মুরুব্বীদের হস্তেক্ষেপে সেনারা তাদেরকে ছেড়ে দেয়
অপরদিকে বাঘাইছড়িতে বিকাল ৩টায় গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেমিছিলটি উপজেলা মাঠ থেকে শুরু হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে এক প্রতিবাদ সমাবেশ করেসমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক জ্যোতির্ময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি আসেন্টু চাকমা ও সদস্য সুপন চাকমা
বক্তারা বলেন, কল্পনা অপহরণকারীদের রক্ষার্থে সরকার নানা তালবাহানা করছেআদালত কর্তৃক এসপিকে দিয়ে তদন্তের যে আদেশ দেয়া হয়েছে তার কোন যৌক্তিকতা নেইতদন্তের নামে কালক্ষেপন না করে অবিলম্বে চিহিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদ সহ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবেঅন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনগণ আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে
খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর থেকে আজ বুধবার বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেসমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অংকন চাকমাসমাবেশ শেষে মিছিলটি আবারো শান্তি নিকেতন-নারাঙহিয়া হয়ে স্বনির্ভরে এসে শেষ হয়
বক্তারা আদালতের দেয়া আদেশ প্রত্যাখ্যান করে বলেন অবিলম্বে চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদ সহ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানান
একই দাবিতে দিঘীনালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেপাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বেলা ২টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দিঘানালা উপজেলার থানা বাজার থেকে শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে লার্মা স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি জীবন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সভাপতি বিজয় চাকমা
অপরদিকে মহালছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেদুপুর ২টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাবু পাড়া থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার ঘুরে স্টেশনে এসে এক প্রতিবাদ সমাবেশ করেপাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক তপন চাকমা এতে বক্তব্য রাখেন
উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে সেনাবাহিনীর কমান্ডার লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা অপহৃত হন২০১২ সালের ২৬ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ কল্পনা চাকমাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও খুঁজে পাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বলে সর্বশেষ চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেসিআইডির দাখিল করা চূড়ান্ত তদন্ত রিপোর্টের উপর দুদফা শুনানী শেষে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত আজ ১৬ জুলাই অধিকতর তদন্তের জন্য রাঙামাটি জেলা এসপিকে আদেশ দেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More