কল্পনা চাকমা’র অপহরণকারীদের বিচার দাবিতে আগামীকাল চট্টগ্রামে সমাবেশ করবে দুই নারী সংগঠন

0

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

সমাবেশ উপলক্ষে অনলাইনে প্রচারিত ব্যানার।

পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৭ বছর উপলক্ষে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচার ও সাজা এবং ‘নতুন সংবিধান’ ও ‘জনগণের সরকার’ দাবিতে আগামীকাল ৯ জুন ২০২৩, শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীতে সমাবেশ করবে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে তিনি জানান।

রিতা চাকমা উক্ত সমাবেশ কর্মসূচিতে পত্রিকা, সংবাদ সংস্থা, টেলিভিশন, এফএম রেডিও ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও ভিডিও-স্থিরচিত্র গ্রাহককে উপস্থিত থাকতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা অপহৃত হন। পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে বহুল আলোচিত এ ঘটনাটি আগামী ১২ জুন ২৭ বছর পূর্ণ হবে। কিন্তু দীর্ঘ এত বছরেও কল্পনা চাকমার এখনো কোন হদিস পাওয়া যায়নি।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More