কাদের মোল্লার রায়: পার্বত্য সাত সংগঠনের বিস্ময় প্রকাশ

0

ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম
মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠন।
গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন, সাজেক নারী সমাজ (এসএনএস), সাজেক ভূমি রক্ষা কমিটি (এসবিআরসি), ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (জিএনএনআরসি) ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড (পিএসএস) আজ মঙ্গলবার এক বিবৃতিতে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বিস্ময় প্রকাশ করে।
সাত সংগঠনের সমন্বয়ক ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে সাত সংগঠনের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রদত্ত রায় ক্ষমতাশালী চক্রের মধ্যকার গোপন বোঝাপড়ার ফসল কিনা সে সংশয় ব্যক্ত করে বলেছেন, ইতিপূর্বে একই অপরাধে অভিযুক্ত হয়ে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হলে তার চাইতেও গুরুতর অপরাধে কেন কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হল না, সে সন্দেহ জনমনে থেকে যাবে
সাত সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দেশে শাসকচক্রের নীতিহীন সুবিধাবাদী রাজনীতি এতদূর গড়িয়েছে যে স্বৈরাচারী শাসক এরশাদ কবছর জেল খেটে বেরিয়ে আসতে সক্ষম হনএখন রাজনীতিতে এরশাদ সক্রিয়ই শুধু নন, তিনি আওয়ামী লীগের সাথে জোটভুক্ত হয়ে দেশের মানুষকে উপদেশও দিচ্ছেনআগামীতে এরশাদের মত কাদের মোল্লাসহ অন্যান্য চিহ্নিত যুদ্ধাপরাধীও বের হয়ে ফুলের মালা লাভ করলে এবং আবার পুর্ণদ্যমে রাজনীতিতে সক্রিয় হয়ে সাধারণ মানুষের ওপর খবরদারি করলে তাতে আশ্চর্য্যের কিছু থাকবে না
বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সপক্ষ শক্তি বলে জাহির করলেও বাস্তবে এদেশের জনগণের স্বার্থ, অনুভূতি এবং জাতীয় মর্যাদা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ততটা ভাবিত নয় সে প্রমাণ নানাভাবে দিয়ে চলেছে, যুদ্ধাধাপরাধী বিচার ও রায় তার একটি নমূনা মাত্রপার্বত্য চট্টগ্রামেও ক্ষমতাসীন সরকার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে, পাহাড়ি জনগণের ন্যায় সঙ্গত আন্দোলন ঠেকিয়ে রাখতে সন্তু লারমাকে নিরীহ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, যার পরিণতিতে সেখানে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে
বিবৃতিতে সাত সংগঠনের নেতৃবৃন্দ শাসকচক্রের নীতিহীন সুবিধাবাদী ভ্রষ্ট রাজনীতির বিরুদ্ধে এদেশের ছাত্র-যুব জনতাকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন#

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More