কালাপানি বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় সিন্দুকছড়ি জোন কমান্ডারের ক্ষমা প্রার্থনা

0

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

গত ২০ নভেম্বর ২০১১ রামগড়ের কালাপানি বৌদ্ধ বিহারে হামলা, ভিক্ষু ও সাহায্যকারীদের হয়রানি ও নির্যাতনের ঘটনার পরদিন অর্থা ২১ নভেম্বর বিকাল ৫টার দিকে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল আশরাফ গুইমারার কংজরী মারমাকে সাথে নিয়ে কালাপানি বৌদ্ধ বিহারে গিয়ে ঘটনার জন্য বিহারাধ্যক্ষআগাদাইমা ভিক্ষুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেনএরপর তিনি বিহার উন্নয়নের জন্য দুই বান্ডিল ঢেউটিন অনুদান দেয়ার আশ্বাস দিয়ে জোনে ফিরে যান

উল্লেখ্য, বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডএফ)-এর পক্ষথেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের শাস্তির দাবি জানানো হয়েছিলএছাড়া সিএইচটি নিউজ বাংলা ব্লগ সহ বিভিন্ন ব্লগ সাইটের মাধ্যমে দেশে-বিদেশে ঘটনাটি প্রচারিত হওয়ার কারণেই চাপে পড়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More