খাগড়াছড়ির ধর্ষণ ঘটনায় গ্রেপ্তারকৃতদের অপরাধ স্বীকার

0

খাগড়াছড়ি ।। খাগড়াছড়িতে প্রতিবন্ধি পাহাড়ি নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য জানান।

তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে রাজি হননি তিনি।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে অভিযুক্তদের অনেককেই দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে তারা ওই নারীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।’

গ্রেপ্তারকৃতদের সবাই খাগড়াছড়ি জেলার বলেও জানান এসপি।

তিনি বলেন, ‘আগামীকাল সকালে এই ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো।’

গ্রেপ্তার হওয়া তিন জনকে শনাক্ত করতে পেরেছেন বলে জানিয়েছেন ধর্ষণের শিকার নারীর মা। দুজন একে অপরকে শাহিন এবং ফারুক নামে ডাকাডাকি করছিল বলে জানান তিনি। 

তিনি জানান, তাদের বয়স ২০-২২ এর মতো। ‘মেয়েকে নরপশুদের হাত থেকে বাঁচাতে চাইলে আমাকে নির্মমভাবে পেটানো হয়,’ বলেন তিনি।

‘আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। হাসপাতালে রেখে মেয়ের চিকিৎসা করানো আমাদের পক্ষে সম্ভব না। তাই আজকে তাকে বাড়িতে নিয়ে এসেছি, বলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ২০০৫ সালে ভাইকে এবং ২০০৬ সালে বাবাকে হারানোর পর থেকে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

‘আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোন মেয়েকে মায়ের সামনে যেন ধর্ষণের শিকার হতে না হয়,’ বলেন ওই মা।

সূত্র: ডেইলি স্টার বাংলা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More