খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় পিসিপি’র ডাকা সড়ক ও নৌপথ অবরোধ স্থগিত

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
আগামীকাল ১৪ মে ২০১৩, মঙ্গলবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায়  পিসিপি’র ঘোষিত অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।আজ ১৩ মে সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক উমেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দল কর্তৃক কথিত যুদ্ধাপরাধী গ্রেফতারের প্রতিবাদে একই দিন সকাল সন্ধ্যা হরতাল ডাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিবেচনা করে পিসিপি কেন্দ্রীয় কমিটি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। পরবর্তীতে এ কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা পিসিপি নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ হামলায় পিসিপি’র ৪ জন গুরুতর জখমসহ ৬ নেতা-কর্মী আহত হয়। এর প্রতিবাদে গতকাল রবিবার খাগড়াছড়িতে এক প্রতিবাদ সমাবেশ থেকে উক্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More